ওবাইদুল ইসলাম গাজীপুর থেকে।।
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে রবিবার দুপুর ১টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা গাজীপুর গামী ট্রেনের পেছনের চারবগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ট্রেন যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়লে লাফালাফি করে নামার সময় ২০ যাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটি গাড়ারন গ্রামের সালমা পোল্ট্রির কাছাকাছি আসলে মাঝখান থেকে পিছনের চারবগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এতে পুরো ট্রেনের যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আর্তচিৎকারে যাত্রীরা ট্রেন থেকে লাফি পড়লে অন্তত ২০ যাত্রী আহত হয়। পরে চালক মূলট্রেনটি পিছনে নিয়ে বিচ্ছিন্ন বগি তার দিয়ে বেঁধে ধীরগতিতে শ্রীপুর স্টেশনে নিয়ে আসার পথে শ্রীপুর রেলস্টেশনের অদুরে উত্তর পাশে ওই চারবগি পুন: বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় ঢাকা-ময়মনসিংহ রেলসড়ক ঘন্টাব্যাপি ট্রেন চলাচল বন্ধ থাকে। জানা যায়, মাঝখান থেকে ইলেকট্রিক ক্যাবলসহ সংযোগ ছিড়ে গেলে পেছনের ওই চারবগি বিচ্ছিন্ন হয়ে যায়।