ভোলা দক্ষিন প্রতিনিধি॥
ভোলার মনপুরায় জনতাবাজার সড়কে একটি ইঞ্জিন চালিত ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার বাহিরে খাদে পড়ে গেলে ১০জন নির্মান শ্রমিক আহত হয়েছে।
গতকাল শনিবার সকাল ১১টায় এ দূর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।
মনপুরার জনতাবাজার থেকে গতকাল শনিবার সকাল পৌনে ১১টায় একটি ইঞ্জিন চালিত ভ্যান ১২জন নির্মান শ্রমিক নিয়ে চর গোয়ালিয়া রওয়ানা দেয়। সকাল ১১টায় চর গোয়ালিয়ার কাছাকাছি পৌঁছলে ভ্যানটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বের খাদে পড়ে যায়।এসময় ১০জন নির্মান শ্রমিক আহত হয়।আহতদের মধ্যে গুরুতর আহত কামাল বেপারী(২২),জাহের(৩৪),শাহিন(৩১),নসু(১৫)ও হাসান(২১)কে স্থানীয়রা উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি দেখে তাদেরকে বরিশাল শেবাচিমে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে।