৫২ ডেস্ক।।
গাজীপুরের শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি ১৮তম প্রতিষ্ঠার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষ্যে র্যালী, আলোচনাসভা, ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টায় শ্রীপুর রেলগেট থেকে ব্যান্ড পার্টিসহ একটি বর্ণাঢ্য র্যালী পৌর শহর প্রদক্ষিণ করে।
র্যালীতে ডেইলী স্টারের গাজীপুর প্রতিনিধি আবু বকর সিদ্দিক আকন্দ, দৈনিক ভোরের ডাকের কাজী আক্তার হোসেন, দৈনিক মানবজমিনের এনামুল হক শ্যামল, দৈনিক প্রভাতের গাজীপুর প্রতিনিধি শেখ হুমায়ুন কবির বাবুল, বাংলা নিউজ টুয়েন্টি ফোরের শিহাব খান, দৈনিক ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের গাজীপুর প্রতিনিধি রায়হানুল ইসলাম আকন্দ, বাংলাদেশ প্রতিদিনের শ্রীপুর মাহবুবুর রহমান, দৈনিক সংবাদের রুহুল আমীন, দৈনিক সংবাদ প্রতিদিনের সাদিক মৃধা, দৈনিক আমাদের কন্ঠ’র নজরুল ইসলাম শেখ, দৈনিক আমার দিন’র শাহাদাত হোসেন সাদেক, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির, সাংবাদিক নূরুল ইসলাম মিস্টারসহ বিভিন্ন শেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালী শেষে শ্রীপুর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু বকর সিদ্দিক আকন্দ এতে সভাপতিত্ব করেন। ইউনিটির অন্যান্য সদস্যরা ইউনিটির ইতিহাস ঐতিহ্য বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন।