৫২ মফস্বল ডেস্ক ।।
ভোলার ইলিশায় বল খেলা নিয়ে প্রতিপক্ষের উপর হামলায় দু’জন আহত হয়েছে।গতকাল রবিবার বিকালে ইলিশা পাকারমাথা এলাকার হোসেন জমদার বাড়িতে এই হামলা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকালে হোসেন জমদার বাড়ির পিছনে মাঠে হারুন জমদারের ছেলে আল আমিনের সাথে র্পাশবর্তী জাহাঙ্গীর মাঝির ছেলের বল খেলা নিয়ে মারামারি হয়, এতে আল আমিন আহত হলে তার বাবা বিষয়টি জানতে সেখানে গেলে জাহাঙ্গীর মাঝির ছেলে ও তাদের লোকজন হারুন জমদারের ওপর হামলা করে এতে হারুন জমদার সহ আরো দুই জন আহত হয় আহত হারুন জমদার ও রাসেলকে ভোলা সদর হাসপাতালে আসংকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে। এদিকে এই ব্যাপারে জাহাঙ্গীর মাঝির সাথে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।