গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বি,কে,বাড়ী সিটপাড়া গ্রামে আইতুল্লা মিয়ার পালিত গাভীর পেট থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ছয় পা নিয়ে একটি বাচ্চা জন্ম নেয়।
একটি গরুর ছয়টি পা নিয়ে জন্মেছে এমন খবর এলাকায় ছরিয়ে পরলে গরুটি এক নজর দেখার জন্য একের পর এক লোকজন এসে বিড় জমাতে থাকে বাচ্ছাটির পাশে ।চার পা চার জায়গায় ঠিকি আছে বারতি পা দুটি বাচ্ছার পিঠের উপর।যা দেখে মানুষ যাবার সময় বলতে থাকে আল্লাহ্ কি না পারেন ।