অলিদুর রহমান অলি, টঙ্গী থেকে
বুধবার সকাল ১১টায় টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানের সার্বিক প্রস্তুতিকাজের খোজখবর নিতে মাঠ পরিদর্শনে আসেন পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ মঈনুর রহমান চৌধুরী। তিনি ইজতেমা মাঠের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন ও মুসল্লিদের সাথে কথা বলেন। এ সময় তার সাথে ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ও সিনিয়র এএসপি গোলাম সবুরসহ অন্যান্য কর্মকর্তাগণ।
পরিদর্শন শেষে পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ মঈনুর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, ইজতেমায় যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে। সরকারের ভাবমূর্তি কোন অবস্থাতেই যেন বিনষ্ট না হয় এবং দেশ বিদেশের আগত মুসল্লিরা যেন নিরাপদে ইজতেমায় অংশ নিতে পারে তার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে। টঙ্গীতে আগামী ৮ জানুয়ারী থেকে ৫১তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে ইজতেমা ময়দানের বেশীর ভাগ কাজ শেষ হয়েছে। চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।
এদিকে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বি প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন বলেন, বিশ্ব ইজতেমা ময়দানের স্থান সংকুলান না হওয়ায় এবারই দেশের ৬৪ জেলার মুসল্লিদের ২ ভাগে ভাগ করা হয়েছে। ২০১৬ সালের বিশ্ব ইজতেমায় দেশের ৩২ জেলার মুসল্লিদের মধ্যে প্রথমপর্বে ১৬ জেলা এবং দ্বিতীয় পর্বে ১৬ জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবেন। বাকী ৩২ জেলার মুসল্লিরা আগামী ২০১৭ সালের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করবেন।