ওবাইদুল ইসলাম গাজীপুর থেকে
মেয়র প্রার্থী নৌকা প্রতীকের আনিছুর রহমান-আনিছ ভাই আপনি ভাল লোক। আপনার আচার ব্যবহার ভাল। অবকাঠামো উন্নয়নে আপনার অবদানের তুলনা নাই। তবে যেসব কাজ আপনি করতে পারেননি তার জন্য আপনার কোনো দোষ নেই। আমরা বিশ্বাস করি সরকারের বরাদ্দ অপ্রতুল থাকায় ইচ্ছে থাকা সত্বেও আপনি কিছু কিছু কাজ করতে পারেননি।
বৃহস্পতিবার বেলা ১১টায় শ্রীপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের লোহাগাছ এলাকায় গণসংযোগ করেন আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী আনিছুর রহমান (নৌকা)। এসময় লোহাগাছ পূর্বপাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে কৃষক বোরহান উদ্দিন এসব কথা বলেন।
লোহাগাছ দক্ষিণ পাড়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে ক্ষুদ্র ব্যবসায়ী লিটন (৪২) বলেন, আনিছ ভাই ধনী গরীব সকল মানুষকে মুল্যায়ন করেন। তার কাছে উঁচু নিচু ভেদাভেদ নাই। মিশুক প্রকৃতির মানুষ হিসেবে তার সুপরিচিতি রয়েছে। এ কারণেই তাকে আমরা আবারও ভোট দিব।
একই গ্রামের খোরশেদ আলমের স্ত্রী গৃহিণী নাসরিন সুলতানা বলেন, আনিছ ভাইয়ের মুখটা আয়নার মতো ঝকঝকা। তার মুখটা ভাল মানুষের প্রতিচ্ছবি। এ মানুষটাকেই আমাদের ভোট দিতে হবে।
মৃত হেকমত আলীর স্ত্রী বানু (৭৫) বলেন, কাউন্সিলরের কাছে গিয়ে বিমূখ হয়েছি। পরে আনিছের কাছে গিয়ে কোনোদিন খালি হাতে ফিরে আসি নাই। আমরা জানি পুরনো চাল ভাতে বাড়ে। আবারও মেয়র হবে আনিছ। মৃত আহাদ আলীর স্ত্রী চাঁনু বেগম (৭০) বলেন, আনিছ কারো সাথে খারাপ ব্যবহার করেনি। বিদ্যুৎ পেয়েছি, সড়কবাতি পেয়েছি, বিনামূল্যে পাকা টয়লেট পেয়েছি। শান্তিতে আছি। এর চেয়ে বেশি কি চাইব ? আনিছ ভাই আবার আইব।
ইন্নছ আলী (৯০) দুপুর ১টায় তার বাড়িতে খালি গায়ে বসে রোদ পোহাচ্ছেন। এসময় মেয়র প্রার্থী আনিছুর রহমান বাড়িতে ঢুকে তার সাথে মুছাফা করেন। মেয়র আনিছের নাম শুনেই তিনি তার সন্তানদের সাথে জমিজমা সংক্রন্ত বিরোধ নিস্পত্তির আবেদন করেন। মেয়র প্রার্থী আনিছুর রহমান নির্বাচনের পর এ সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।
বৃহস্পতিবার শীতের সকাল আটটায় আওয়ামীলীগের মেয়র প্রার্থী আনিছুর রহমান ঘুম থেকে উঠেন। এর আগেই বাড়িতে অপেক্ষা করেছেন তার নির্বাচনী কর্মী বিল্লাল হোসেন, শ্যামল, জোবায়ের, ওয়াসীমসহ আরও অনেকে। ঘুম থেকে উঠে সবার সাথে কথা বলে পরিকল্পনামতো গনসংযোগের নির্দেশ দেন। কর্মীরাও বেরিয়ে পড়ে মাঠে। গোসল ও নাস্তা সেরে বেলা ১১টার দিকে তিনি চলে যান পৌরসভার ৩ নং ওয়ার্ডের লোহাগাছ সাতরাস্তা মোড়ে। তার সাথে যোগ দেন লোহাগাছ এলাকার তার কর্মী সমর্থকেরা। সেখান থেকেই পায়ে হেঁটে বাড়ি বাড়ি গণসংযোগ শুরু করেন।