এম,এ কাশেম
গাজীপুর জেলার শ্রীপুর পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ২নং সিএন্ডবি বাজারে শনিবার বিকেলে সাড়ে ৫ টার দিকে ট্রাক চাপায় আব্দুল্লাহ্ আল মামুন (৪৫) নামে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মারা গেছেন। মামুন (৪৫) জনপ্রশাসন মন্ত্রণালয়ে মেকানিক পদে কর্মরত ছিল।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির জানান, আব্দুল্লাহ্ আল মামুন পৌর এলাকায় চন্নাপাড়া গ্রামে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। রাস্তা পারাপারের সময় অজ্ঞাত নামা একটি ট্রাক ২নং সিএন্ডবি বাজার পার হওয়ার সময় তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে একে মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। লাশ উদ্ধার করে পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে পারিবারিক সূত্রে জানান ।ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার কারনে আটক করা সম্ভব হয়নি বলে জানান ।