সিডর সুমন
নতুন চমক নিয়ে আসছে চলচ্চিত্র ‘রং ওয়ে’।
মাসুম রুবেলের চিত্রনাট্য ও পরিচালনায় চলচ্চিত্রটির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন জুয়েল জাহুর ও মেহরিন খান সুস্মি। এ আর নিয়াজের কাহিনী ও সংলাপে চলচ্চিত্রটি চিত্রগ্রহণ করেন রাহাত বাপ্পী।
রাকিব মিডিয়াটেকের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি প্রসঙ্গে পরিচালক মাসুম রুবেল জানান, ‘ছবিটিতে দর্শকের জন্য একটি ভাল ম্যাসেজ রয়েছে। ছবিটি দর্শক মহলে সাড়া ফেললেই আমাদের স্বার্থকতা।’
চলচ্চিত্রটির গল্পে দেখা যাবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিমেল যুব সমাজকে পর্ণোগ্রাফির হাত থেকে বাঁচাতে পিজি প্রটেকটর নামক একটি হ্যাকিং সফটওয়্যার তৈরি করে। যা যেকোনো পর্ণ সার্ভারে ইন্সটল করে দিলে ঐ সার্ভারের সকল সাইটে থাকা ভিডিও ২ সেকেন্ডে প্লে ডিউরেশন হয়ে যায়। একটি সার্ভারে তার সফটওয়্যারটি ইন্সটল করে মজা করতে গিয়ে শক্র হয়ে পড়ে আন্তর্জাতিক পর্ণোগ্রাফি চক্রের। ভালোবাসার স্বপ্নপরীর সাথে দেখা করতে গিয়ে একের পর এক ঝামেলায় জড়িয়ে পড়ে হিমেল। এভাবে এগিয়ে যায় ছবিটির গল্প।
ছবিটিতে আরো অভিনয় করেন জাফর শ্রাবণ, রিফাত চৌধুরী, রাহীদ, মনিরাজ, অর্নব, ফারুকসহ আরো অনেকে। ইতিমধ্যে চলচ্চিত্রটির ট্রেইলার প্রকাশ করা হয়েছে ইউটিউবে।
You Tube Link : https://www.youtube.com/watch?v=you42nnMW14