বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন বলেছেন, পৌর নির্বাচনে বিএনপি শেষ পর্যন্ত মাঠে থাকবে। এই নির্বাচনে যদি কোন ভোট কারচুপি হয় সেটি জনগণের চোখের সামনেই হবে। সারা বাংলাদেশের মানুষ তা দেখতে পাবে কিভাবে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হচ্ছে। রোববার দুপুরে কেন্দ্রীয় নির্বাচনী টিমের গণসংযোগের অংশ হিসেবে ভোলা শহরের প্রধান সড়কে গণসংযোগ শেষে জিয়া সুপার মার্কেটের সামনে এক পথসভায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। সেই কারণে দুর্বৃত্তের শাসন কায়েম হয়েছে। বিনা ভোটে সিটি কর্পোরেশনের মেয়র, পৌর মেয়র নির্বাচিত হয়ে যাচ্ছে। পৌর নির্বাচন সুষ্ঠু করার জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবী জানান তিনি। গণসংযোগে আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম খান, ভোলা পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, যুগ্ম সম্পাদক রাইসুল আলম, পৌর বিএনপির সভাপতি আব্দুর রব আকন, জেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম কায়েদ ও যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন লিটন।