ভোলা প্রতিনিধি॥
ভোলা পৌরসভা নির্বাচনে সমর্থিত ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও কৃষকদল নেতা আকবর হোসেন আকন’র বাড়িতে হামলা, ভাংচুর ও বার এসোসিয়েশন এলাকায় বিএনপি নেতা হুমায়ুন কবির সোপান’র উপর হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও কৃষকদল নেতা আকবার হোসেন আকন বিকেলে ওয়েষ্টান পাড়ার তার বাসভবনে অবস্থান করছিলেন। এ সময় ওই ওয়ার্ডে আ’লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ফারুক পলোয়ানের নেতৃত্বে আ’লীগ ক্যাডাররা অতর্কিত সশস্ত্র অবস্থায় আকবর হোসেন আকন’র বাসভবনে হামলা ও ভাংচুর চালায়। হামলায় কাউন্সিলর প্রার্থী আকবর হোসেন আকন, জাহানারা বেগম, শাহিদা বেগম, ভাগিনা রিয়াজ সহ ৭ জন আহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া ভোলা বার এসোসিয়েশন এলাকায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হারুন অর রশিদ ট্রুম্যান’র সমর্থনে নির্বাচনী প্রচারনা চালানোর সময় আ’লীগ কর্মীদের হামলায় বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সোপান আহত হয়েছেন। বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালে ৫নং সীটে চিকিৎসাধীন রয়েছেন।