এম.এ কাশেম.গাজীপুর।।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহাম্মেদের সহধর্মিনী ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সৈয়দা জোহরা তাজউদ্দিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল মঙ্গল কাপাসিয়া উপজেলার চাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড শাখা ছাত্রলীগ এ আলোচনা সভার আয়োজন করেন। নলগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার মিশুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি মোহাম্মদ সহিদুল্লাহ।প্রধান আলোচক ছিলেন চাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজীব ঘোষ। পৃষ্টপোষকতায় ছিলেন চাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল সিকদার।