৫২ মফস্বল ডেস্ক ।।
গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত প্রার্থীর কিছু কর্মীরা মাওনা
বহুমুখী উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতায়ের চেষ্টাকালে ধাওয়া ও পাল্টা ধাওয়ার
অভিযোগ পাওয়া গেছে। এসময় ওই কেন্দ্রের ভোটারদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে ভোট গ্রহণ
কার্যক্রম সাময়িক বিঘ্নিত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়
বিএনপি সমর্থিত প্রার্থী মো. শহিদুল্লাহ শহিদ জানান, সকাল সাড়ে ১০টা ও দুপুর পৌণে ২টার দিকে
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্র দখল, ব্যালট বাক্স
ছিনতাই এবং জালভোট দেয়ার অভিযোগ পাই। পরে ঘটনাটি কর্মরত পুলিশ ও নির্বাচন কর্মকর্তাদের
জানানো হয়। একই অভিযোগ পাওয়া গেছে কেওয়া তমির উদ্দিন মাদ্রাসা কেন্দ্রসহ আরো কয়েকটি
কেন্দ্রেও ৮নং ওয়ার্ডের ভোটার মমতাজ বেগম, আলেকা, আকলিমা, আনোয়ারা বেগম, শুক্কুরী
বেগমসহ অনেকেই ওই মহিলা কেন্দ্রে ভোট দিতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে গেছেন ৮নং ওয়ার্ডের সাধারন
কাউন্সিলর প্রার্থী নজরুল ইসলাম জানান, ওই মহিলা কেন্দ্রে ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার সময় বাধা
দিলে তাকেসহ অনেকের উপর হামলা চালায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর কর্মী জাহাঙ্গীর ফকির ও তার
সঙ্গীরা। এসময় নজরুল ইসলামসহ অনেকেই আহত হন। এসময় উত্তেজনা ছড়িয়ে পড়লে অনেক ভোটার
কেন্দ্র ছেড়ে চলে গেছেন। এ ফাঁকে ওইমহিলা কেন্দ্রে আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থীর পক্ষে তার
পুরুষ লোকজন ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে ব্যালট বাক্সে ফেলায়।
বিএনপি মেয়র প্রার্থী শহিদুল্লাহর অভিযোগের প্রেক্ষিতে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল
মামুন কেন্দ্রে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, কেন্দ্রে গিয়ে জালভোট দেয়ার প্রমাণ
পাই। এসময় তিনি ওই কেন্দ্রে পোলিং অফিসারের সিল ও স্বাক্ষরবিহীন এবং ভোটারদের স্বাক্ষর ও
টিপসই বিহীন ৪৫টি ব্যালটের মুড়ি পেয়ে ওইসব নম্বরের ভোট তথা ব্যালট বাতিল করা
হয়েছে।কর্তব্যরত জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ হাসান জানান, আওয়ামীলীগ সমর্থিত
কিছু কর্মী ওই মহিলা কেন্দ্রে ঢুকার চেষ্টা করলে তাদের সরিয়ে দেয়া হয়েছে। তবে কোন জাল ভোটের
ঘটনা নেই।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে
অভিযোগের সত্যতা পাওয়া যায়নি