৫২ রাজনীতি ডেস্ক।।
শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, এ বছররও ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ দিবাস পালন করা হবে। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পাওয়া যাবে বলে আশা করছি।
মির্জা ফখরুল বলেন, ওই দিন ঢাকার সঙ্গে সারা দেশের দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হবে।
তিনি জানান, আগামী ১৯ জানুয়ারি দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন পালন করবে বিএনপি। ওই দিন খালেদা জিয়ার নেতৃত্বে দলের নেতারা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন। একটি আলোচনা সভার আয়োজন করা হবে। সভার স্থান ও সময় পরে জানানো হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।
(সূত্র-সমকাল)