৫২ খেলাধুলা ডেস্ক ।।
বিপিএল শেষে ছুটিটা বেশ ভালোই কাটিয়েছেন ক্রিকেটাররা। তবে আবার মাঠে ফেরার সময় হয়ে গেছে। ১৯ দিনের ছুটি শেষে আজ আবার মাঠে ফিরছেন ক্রিকেটাররা। টি২০ ক্যাম্পে সাড়া পাওয়া ২৭ ক্রিকেটার আজ সকালে মিরপুর একাডেমি মাঠে জাতীয় দলের স্ট্রেস অ্যান্ড কন্ডিশনিং কোচ মারিও ভিল্লাভারানের কাছে রিপোর্ট করবেন।
প্রথম দিনে সাকিব ছাড়া প্রায় সবাই যোগ দেবেন বলে আশা করা যাচ্ছে।
প্রথম দু’দিন হবে ফিটনেস ট্রেনিং। স্কিল ট্রেনিং শুরু হবে ৫ জানুয়ারি থেকে। স্কিল ট্রেনিং শুরুর আগেই ক্যাম্পে যোগ দেবেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কাল তার ঢাকায় নামার কথা রয়েছে। বাকি কোচিং স্টাফরাও ৫ জানুয়ারির মধ্যেই চলে আসবেন বলে জানা গেছে। ক্যাম্প চলবে এক সপ্তাহ।
১০ বা ১১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড থেকে ১৪ সদস্যের দল ঘোষণা করা হতে পারে। দল থেকে বাদ পড়া ক্রিকেটাররা বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) খেলবেন। ১০ জানুয়ারি শুরু হবে ফ্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণীর টুর্নামেন্ট বিসিএল।
আগামী তিন মাস বাংলাদেশ দলের ভীষণ – সূচি। ঘরের মাঠে ২৪ ফেব্র“য়ারি শুরু হবে এশিয়া কাপ টি২০। চলবে ৬ মার্চ পর্যন্ত। এরপর ৮ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত- ভারতে টি২০ বিশ্বকাপ। এর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি২০ সিরিজ।এই সময়ের আগে ছুটিটা বেশ ভালোভাবেই উপভোগ করেছেন ক্রিকেটাররা। বেশ কয়েকজন ছুটি কাটাতে দেশের বাইরে গিয়েছিলেন। কয়েকজন গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গেও একা- সময় কাটিয়েছেন। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ছুটি কাটাতে স্ত্রী-সন্তানসহ গিয়েছিলেন থাইল্যান্ডে।
সেখান থেকে ফিরে নড়াইলে গ্রামের বাড়ি যান তিনি। ক্যাম্পের জন্য গতকালই ঢাকা ফিরে এসেছেন মাশরাফি। মুশফিক এক আত্মীয়র চিকিৎসার জন্য ভারত গিয়েছিলেন। তিনিও দেশে ফিরে চলে যান বগুড়ায় গ্রামের বাড়িতে। মুশফিকও ঢাকা ফিরেছেন। তামিম গিয়েছিলেন লন্ডন। তিনি অবশ্য আগেভাগেই ঢাকা চলে এসেছেন। স্ত্রী ও সন্তানের সঙ্গে সময় কাটানোর জন্য গত মাসের শেষদিকে মাকে নিয়ে যুক্তরাষ্ট্র গেছেন সাকিব। এ সপ্তাহের শেষদিকে তার ঢাকা ফেরার কথা রয়েছে। মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, লিটন কুমার দাসসহ ক্যাম্পে ডাক পাওয়া অন্য ক্রিকেটাররা ছুটি কাটিয়েছেন গ্রামের বাড়িতে। তারাও ঢাকা ফিরে এসেছেন। এর মধ্যে কয়েকজন তো ক’দিন আগে থেকেই ফিটনেস ট্রেনিং শুরু করে দিয়েছেন।