৫২মফস্বল ডেস্ক।।
গাজীপুরের যোগীতলার ভোগরা বাইপাস এলাকায় র্যাবের অভিযানের সময় নিহত দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন রুবেল ও হেলাল উদ্দিন। দু’জনের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে। সংশ্লিষ্ট একটি দায়িত্বশীল সূত্র এ তথ্য জানায়। তবে নিহত দু’জনকে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মুফিদুল ইসলামের মাধ্যমে গত বুধবার গাজীপুর সিটি করপোরেশন কবরস্থানে দাফন করা হয়।
সূত্র জানায়, নিহত দু’জনের স্বজনরা গোপনে গাজীপুর হাসপাতাল মর্গে গিয়ে লাশ শনাক্ত করেন। তবে তারা মরদেহ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করেননি।
র্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার জয়দেবপুর থানার যোগীতলা এলাকার দক্ষিণপাড়া জামে মসজিদ সংলগ্ন পরিত্যক্ত একতলা ঘরটি ঘিরে ফেলে তারা। সেখানে উগ্রপন্থি’রা বৈঠক করছিল বলে তথ্য ছিল। রাত সাড়ে ১১টার দিকে র্যাবের উপস্থিতি টের পেয়ে ঘরের ভেতর থেকে বোমা নিক্ষেপ করা হয়। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে র্যাবের সদর দপ্তর থেকে বোমা নিষ্ক্রিয়করণ দল এসে ওই ঘরে তল্লাশি করে অস্ত্র, বোমা, বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার করে। পরে ওই ঘর থেকে ঝলসে যাওয়া ক্ষতবিক্ষত অজ্ঞাত পরিচয়ের দুটি মরদেহ উদ্ধার করা হয়। নিহত দু’জন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে
দাবি করে র্যাব। ওই ঘটনায় র্যাব-১-এর পুলিশ পরিদর্শক সেলিম খান বাদী হয়ে জয়দেবপুর থানায় দুটি মামলা দায়ের করেন।