
৫২ মফস্বল ।।
গাজীপুর সিটি করপোরেশনের দেশীপাড়া এলাকার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক (৩৭) নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-রাজশাহী রেলপথে এই ঘটনা ঘটে।
জয়দেবপুর রেল জংশনের ফাঁড়ির এএসআই মো. দাদন মিয়া জানান, ভোরে দেশীপাড়া এলাকায় রেলপথের ওপর এক যুবকের লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে সকাল সাড়ে নয়টার দিকে ঐ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে পড়ে ঐ যুবকের দুই পা, বাম হাতা কাটা পড়ে এবং মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ জাতীয় আরো খবর...