ওবাইদুল ইসলাম।।
গাজীপুরের রাজেন্দ্রপুরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সাথে ‘বন্দুকযুদ্ধে’ মনির খান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।বুধবার অানুমানিক রাত ১২টা ১৫ মিনিটের সময় রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের (ন্যাশনাল পার্ক)এরিয়ার উত্তর পাশে এ ঘটনা ঘটে।
মনির খান গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকার টেক কাথোরার বাসিন্দা এবং সিটি করপোরেশনের কর্মচারী কবির খানের ছেলে।
জয়দেবপুর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর রশীদ জানান, রাজেন্দ্রপুরের হালডোবা এলাকায় মাদক বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় জয়দেবপুর থানা ও গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। এসময় ওই এলাকার মাদক ব্যবসায়ী মনির খানকে এক শ’ পিছ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করা হয় এবং তার অন্য সহযোগীরা পালিয়ে যায়। পরে তাকে নিয়ে অভিযান চালানোর সময় তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি করে। এসময় বন্ধুকযুদ্ধে মনির খান নিহত হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় জয়দেবপুর থানার এএসআই মোমিন মিয়া ও কনস্টেবল মোস্তাফিজুর রহমান আহত হয়েছেন। তাদের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত মনির খানের বিরুদ্ধে জয়দেবপুর থানায় মাদক, চাঁদাবাজি, জমি দখল এবং সি আর (কোর্ট) মামলাসহ ২৭টি মামলা রয়েছে বলে জানান তিনি।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।