
৫২ বিনোদন ডেস্ক।।
আগামী ১২ ফেব্রুয়ারি ‘বলিউড কুইন নাইট’ শিরোনামের এক সাংস্কৃতিক আয়োজনে দর্শক মাতাতে প্রথম বারের মত ঢাকা আসছেন বলিউড বেবো ‘কারিনা কাপুর’।
আয়োজক কমিটি অন্তর শোবিজের পক্ষ থেকে জানা যায়, ‘১২ ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় দর্শক মাতাবেন কারিনা। অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।’
এ বিষয়ে কারিনা এক ভিডিও বার্তায় জানান,’প্রথম বারের মত আমার বাংলাদেশী ভক্তদের মাতাতে ঢাকায় আসছি আমি।’
তবে শুধু কারিনা নয় তার সফর সঙ্গী হিসেবে থাকবেন সংগীতশিল্পী জাভেদ আলী ও কনিকা কাপুর।
(ইত্তেফাক।)
এ জাতীয় আরো খবর...