ইয়ামিন হোসেন ভোলা প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের হাসন আলী চৌকিদারের পুত্র হারুন চৌকিদার এর আধীপত্ত বিস্তার সাধারণ মানুষ অতিষ্ঠ। এর বিরুদ্ধে মূখ খোলা মাত্রই মামলা হামলা এমনকি জীবন নিয়ে বাচাটাই কষ্ট কর।
গতকাল সর জমিনে গিয়ে জানা যায়, এই ভদ্রবেশী লোকটার আসল চিত্র। তথ্য অনুসন্ধানে জানা যায় একবার জমিন বিক্রি করে ঐ জমি ভিক্টিমদের কাছ থেকে আবারও টাকা চায়। দাবিকৃত টাকা না দিলেই তাদের বাড়িতে গিয়ে গাছ কেটে ফেলে এবং ছেলে সন্তানদেরকে অপহরনের হুমকি দেয়। এই কথা গুলো বললেন রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মোখতার জমাদার এর স্ত্রী তার এই অপকর্মের প্রতিবাদ করায় তার হাত থেকে রেহাই পাননি তার ছোট ভাই মোঃ মাহিব বর্তমানে মাহিব ভোলা সদর হাসপাতালে ২১ নম্বর বেডে মৃত্যুর সাথে পাঞ্চা লরছে। মাহিব সাংবাদিকদের বলেন আমার এ বড় ভাই হারুন চৌকিদার এলাকার ত্রাস নামে পরিচিত। তিনি ভোলা রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে ভোলা থানায় মামলা রয়েছে এবং যাহার নং- ২৭৬, বর্তমানে মামলাটি ওয়ারেন্ট থাকলেও প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাকে গ্রেফতার করছে না। তাকে দ্রুত গ্রেফতার না করা হলে আমি এবং এলাকাবাসী তার হাত থেকে কোন ভাবেই রেহাই পাব না তাই জরুরী ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।