গাজীপুর প্রতিনিধি ।।
টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম ধাপে অংশ নেওয়া ফরিদ উদ্দিন (৬৫) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় তার মৃত্যু হয়। ফরিদ উদ্দিন নাটোরের সিংড়া উপজেলার বটিয়া গ্রামের মামুদ আলী কবিরাজের ছেলে।
তার সঙ্গে ইজতেমায় আসা মকবুল হোসেন জানান, সন্ধ্যায় হঠাৎ করেই ফরিদ উদ্দিন বুকে ব্যাথা অনুভব করেন। এর কয়েক মিনিট পর ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।