৫২ খেলাধুলা ডেস্ক।।
চ্যাম্পিয়ন হওয়ার ইঙ্গিত দিয়ে বাংলাদেশ ফুটবল দলের কোচ মারুফুল হক জানিয়েছিলেন তিনি প্রথম পুরস্কার জিততে চান। কিন্তু গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসে স্ট্রাইকার এমিলি কথাবার্তায় ছিলেন কিছুটা সাবধানী। সাফের ব্যর্থতা মাথায় রেখে এমিলি বললেন, ‘দলের যে অবস্থা তাতে সেমিফাইনাল ফাইনাল বলব না। আমি আগে প্রথম ম্যাচটা জিততে চাই।’
কোনো হতাশা থেকে এমিলি এমনটা বলেননি। সিনিয়র ফুটবলার হিসাবে অভিজ্ঞতা থেকে তিনি মনে করছেন দলের মধ্যে একটা সুবাতাস দরকার। ম্যাচ জিততে পারলে পরিবর্তন হবে। যদিও আজ যশোরের শামস্ উল হুদা স্টেডিয়ামের মাঠে শ্রীলংকার বিরুদ্ধে এমিলিরও খেলার মতো ফিটনেস নেই। তার জায়গায় নাবিব নেওয়াজ জীবন খেলবেন বলে জানিয়েছেন কোচ মারুফুল হক।
নিয়মিত অধিনায়ক মামুনুল ইসলাম গতকাল সংবাদ সম্মেলনে আসেননি। কোচ মামুনুলের ব্যাপারে জানিয়েছেন তার একটু জ্বরভাব আছে। দলের অন্য একটি সূত্রে জানা গেছে মামুনুলের শরীরটা নাকি ঝিমঝিম করছিল তাই তিনি সংবাদ সম্মেলনে আসেননি। সেজন্য স্ট্রাইকার এমিলি আসলেন।
এমিলি বললেন, ‘আমরা প্রথম ম্যাচটা জিতলে দলের চেহারা বদলে যাবে।’ আত্মবিশ্বাস নিয়েই কথাটা বললেন তিনি। কিন্তু নিজের শারীরিক অবস্থার উপর আত্মবিশ্বাস নেই এমিলির। কারণ তিনি এখনো ফিট হতে পারেননি। জিম করলেও ম্যাচের জন্য যে ফিটনেস প্রয়োজন হয় সেটা পূরণ করতে পারেননি। সাফে খেলতে যেতে পারেননি এই ষ্ট্রাইকার। চোটের কারণে বাইরে ছিলেন। বঙ্গবন্ধু কাপে আবার জাতীয় দলে ফিরেছেন। তবে আজ শ্রীলংকার বিরুদ্ধে সেরা একাদশে নেই এমিলি।
নিজেই জানালেন তিনি ভরসা পাচ্ছেন না। দ্বিতীয়ার্ধে মাঠে নামবেন। সেরা একাদশে না থাকার কথাটা কোচের মুখেও শোনা গেলো। তবে কে খেলবেন এমিলির জায়গায় এমন প্রশ্নে কোচ মারুফুলের কণ্ঠে উঠলো নাবিব নেওয়াজ জীবনের নামটা। তাছাড়া ষ্ট্রাইকার রনিও আছেন। এমিলি নামবেন, যশোরের ফুটবল দর্শক এমিলিকে দেখতে চায়। ২০১৪ সালের অক্টোবরে এই মাঠেই প্রীতি ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে গোল করে এগিয়ে দিয়েছিলেন এমিলি। সেই ম্যাচটা ১-১ গোলে ড্র হলেও এমিলিকে ভুলে যায়নি দর্শক।