লিবিয়ার পঞ্চিমাঞ্চলের উপকূলীয় শহর জ্লিতেনে পুলিশ বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৪৭ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংসস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যদিও আগে রয়টার্সের প্রতিবেদনে নিহতের সংখ্যা ৬৫ বলে জানানো হয়েছিল। শহরের মেয়র মিফতাহ হামাদি জানান, জ্লিতেনে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে নতুন নিয়োগকৃত সদস্যরা সমবেত হওয়ার সময় ট্রাকে রাখা বোমাটি বিস্ফোরিত হয়। তাৎক্ষণিকভাবে কোনও পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি। তবে ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশটিতে তৈরি হওয়া নৈরাজ্যকর পরিস্থিতিকে ঘিরে ইসলামপন্থি জঙ্গিরা দেশটিতে নিজেদের অবস্থান জোরদার করতে শুরু করার পর এটি লিবিয়াতে চালানো ভয়াবহ হামলাগুলোর একটি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের পরপরই স্থানীয় লোকজন অ্যাম্বুলেন্স ও গাড়িতে করে হতাহতদের মিসরাতার বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। আহতদের অনেকের আঘাতই ছিল গুরুতর। এর আগে হাসপাতাল সূত্র জানিয়েছিল, বিস্ফোরণে ৬৫ জন নিহত হয়েছে। তবে লিবিয়ার স্বাস্থমন্ত্রণালয়ের একটি কমিটির প্রধান ফজি আওনাইস পরে জানান, এ ঘটনায় ৪৭ জন নিহত ও ১১৮ জন আহত হয়েছে। এর আগে গত বছরের ফেব্র“য়ারিতে লিবিয়ার পশ্চিমাঞ্চলের কুব্বাহ শহরে তিনটি গাড়িবোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় ৪০ জন নিহত হয়। সে সময় কর্মকর্তারা বলেছিলেন, ইসলামপন্তি জঙ্গিদেরস্থাপনায় মিসরের বিমান হামলার প্রতিশোধ হিসেবে ওই হামলা চালানো হয়েছিল।
(সূত্র-সমকাল্।)