৫২ বিনোদন ডেস্ক।।
শখ ও নিলয়ের লুকোচুরি প্রেমের সফল সমাপ্তি ঘটলো অবশেষে। গত বৃহস্পতিবার বিয়ে বন্ধনে আবদ্ধ হলেন শোবিজ অঙ্গনের এই দুইজন প্রিয়তারকা। ক্যারিয়ারে শুরু থেকেই প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা ছিলেন তারা।প্রথম দিকের সেই বিষয়টি সবারই জানা।
তবে মাঝে সম্পর্ক বিচ্ছেদের পর তাদের আর একসাথে পর্দায় দেখা যায়নি। সেই অভিমানেরও অবসান ঘটে গত বছর। পর্দায় আবারও জুটি হিসেবে দেখা যায় তাদের। যদিও পরবর্তীতে সম্পর্কটা শুধুমাত্র বন্ধুত্ব বলেই আড়াল করেছেন দু’জনই। শখ ও নিলয় দু’জনই বলেছেন, একই অঙ্গনে কাজ করতে হলে একসাথে জুটি বেধে কাজ করতে হতেই পারে। এমনকি তখন পর্যন্ত তাদের সম্পর্কের পরিণতি জানতে চাওয়া হলে বন্ধুত্ব সম্পর্ক বলেই এড়িয়ে যান তারা। তবে গুঞ্জন ছিল পুরনো প্রেমে আবারও মেতেছেন তারা। সেই গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। বৃহস্পতিবার পুরান ঢাকায় অভিনেত্রী শখের বাসায় পারিবারিকভাবে মালা বদল করেন শখ-নিলয়। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয় তাদের। যদিও নিলয় বা শখ কাউকেই ফোনে পাওয়া যায়নি। গতকাল পর্যন্ত তাদের ফোন দেওয়া হলে দু’জনেরই ফোন বন্ধ পাওয়া যায়। তবে বিষয়টি তাদের ঘনিষ্ঠ সূত্রেই নিশ্চিত হওয়া গেছে।