মেয়েরা মাঝেমধ্যেই নিরীহ মুখে ছেলেদের এমন কিছু প্রশ্ন করেন যে ছেলেরা ফাঁদে পড়তে বাধ্য ৷ নারীর সে প্রশ্নের উত্তর দেওয়া নিজের পায়ের কুড়াল মারার সমান ৷ আসলে মেয়েরা ইচ্ছে করেই ছেলেদের এমন প্রশ্ন করে থাকেন ৷ যদিও সকলের প্রশ্ন এক নয় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যাহাই বাহান্ন তাহাই তিপান্ন কেস ৷ সচেতন হতে আপনিও জেনে নিন নারীর ‘প্রশ্ন-ফাঁদ’ ৷
যদিও আপনার সঙ্গিনী জানেন যে আপনি তাকে পছন্দ করেন তা সত্ত্বেও তিনি নরম গলায় আপনাকে প্রশ্ন করবেন ‘তুমি কি আমায় পছন্দ কর?’ ৷ এই প্রশ্নের উত্তর হ্যাঁ হলে শুরু হবে নতুন প্রশ্ন আর যদি না হয় তবে যোগাযোগই প্রায় বন্ধ ৷
আপনি তাকে পছন্দ করেন শুনেই নতুন প্রশ্ন ঘুরঘির করতে শুরু করবে তার মাথায় ৷ এর ঠিক পরের প্রশ্ন ‘তুমি আমায় কেন পছন্দ কর?’ ৷ এই প্রশ্নের উত্তরেও বিপদ লুকিয়ে ৷ যদি বলেন ‘তুমি সুন্দরী বলে’, তবে তিনি খোঁটা দিয়ে বলবেন ‘শুধু বাইরের রূপটাই দেখলে?’ আর যদি বলেন তিনি খুব ভাল তবেও গোঁসা হয়ে তিনি বলে উঠবেন, ‘কেন আমি সুন্দরী নই?’৷ অতঃ কিম? উপায় নেই দাদা, আপনি যাই বলবেন তাতেই বিপদ ৷
নারীর আরেক চরম বিপদ বহুল প্রশ্ন, ‘তুমি কি কিছু চিন্তা করছ?’ হয়ত আপনার কিছু বলার বা সিদ্ধান্ত নেওয়ার জন্যই আপনি চিন্তা করছেন, কিন্তু এই প্রশ্নের উত্তরও বিপদ জনক ৷ যদি আপনার উত্তর হ্যাঁ হয় তবে উত্তর আসবে ‘এত চিন্তার কি আছে?’ আর যদি না হয় তবে তিনি বলে বসবেন, ‘তোমার তো কোনও কিছুতেই চিন্তা নেই’ ৷
তিনি আপনাকে প্রশ্ন করতেই পারেন, ‘আমার বান্ধবীদের তোমার কেমন লাগে?’ খুব সাবধান এই প্রশ্নের উত্তরেও গাল ফুলবে আপনার সঙ্গিনীর ৷ কারণ আপনার উত্তর হ্যাঁ হলেও তিনি বলবেন, ‘ও, এখন আর আমাকে মনে ধরছে না তাইতো?’ আর যদি না বলেন তবেও তিনি বলবেন, ‘কেন আমার বন্ধবীরা কি এমন দোষ করল?’ ৷
মেয়েরা চিরকালই নিজের ফিগার নিয়ে সচেতন ৷ তাই মনের মানুষের কাছে তাদের একটা প্রশ্ন খুব কমন, ‘আমাকে কি মোটা লাগছে?’ ৷ এই ধরণের প্রশ্ন এড়িয়ে চলুন ৷ কারণ উত্তর হ্যাঁ হলে একগুচ্ছ কথা শুনতে হবে আবার হেসে উড়িয়ে দিলেও তিনি গোমড়া মুখে বলবেন ‘এখন তো তুমি আমাকে দেখই না’ ৷
কোনও সময় যদি প্রেমিকা হঠাৎ প্রশ্ন করেন, ‘তুমি আমাকে আগে বেশি ভালবাসতে নাকি এখন বেশি ভালবাস?’ তবে খুব মাথা খাটিয়ে বা একটু ঘুরিয়ে তাকেই এই প্রশ্নবাণে রার্জরিত করুন, নইলে সমূল বিপদ ৷ আর যদি এই প্রশ্নের উত্তর দিতে যান তবে নিশ্চিন্তে থাকুন দিন পনেরো সম্পর্কের উপর দিয়ে সুনামি বলে যেতে পারে ৷
প্রেমের প্রথম দিন থেকে সব ঘটনা মনে রাখুন অথবা এমন কোনও মুহুর্ত আসতেই দেবেন না যাতে আপনার সঙ্গিনী আপনাকে প্রশ্ন করে বলেন, ‘তুমি কি কিছু ভুলে যাচ্ছ?’ কারণ এই প্রশ্নের উত্তরের পিছনেই লুকিয়ে বিপদ ৷ কারণ কোনও ঘটনা যদি ভুলে মেরে দিয়ে থাকেন তবে আর আপনার রক্ষে থাকবে না ৷
নিজের ফিগারের পাশাপাশি সাজগোজ নিয়েই বেশ সচেতন সব নারী ৷ তাই মাঝে মাঝেই রূপটানে নয়া এক্সপেরিমেন্ট করে তিনি আপনাকে জিজ্ঞেস করতেই পারেন যে, ‘আজ কি আমাকে একটু অন্যরকম লাগছে?’ ৷ প্রশ্নের উত্তর খুঁজতে যাবেন না ৷ বরং হেসে বলুন, ‘আমার কাছে তুমি সবসমই আসাধারণ’ ৷ কারণ এই প্রশ্নের সঠিক উত্তর না দিলে আপনার জীবনে সংকট ঘনিয়ে আসতে পারে আর উত্তর দিতে না পারলে তিনি বলবেন, ‘আজ পর্যন্ত আমার দিকে ভাল করে তাকিয়েছ কোনও দিনও?’ ৷
‘আমি কি বলি তা কি তোমাই কখনই মনে থাকে না?’ এই প্রশ্ন আপনাকে ফাঁদে ফেলার জন্য যথেষ্ট ৷ কারণ যদি বলেন আপনার মনে আছে, তবে আপনার কি কি মনে আছে তা শোনার জন্য গোঁ ধরবেন তিনি ৷ আর যদি বলে মনে নেই ব্যস তাহলেই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু ৷