৫২ খেলোধুলা ডেস্ক।।
ভারতের সাড়া জাগানো টেনিস তারকা সানিয়া মির্জা ও তার সুইস সঙ্গী মার্টিনা হিঙ্গিস দুর্দান্ত নৈপুণ্য অব্যাহত রেখে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিসের ফাইনালে উঠেছেন। এটি হলো তাদের টানা ২৫তম জয়।
সানিয়া ও হিঙ্গিস জুটি অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক এ টুর্নামেন্টে স্লোভাকিয়া ও রাশিয়ার আন্ড্রেজা ক্লেপাস ও আল্লা কুডরিয়াভটসেবাকে ৬-৩, ৭-৫ গেমে হারান। ভারত ও সুইজারল্যান্ডের এই জুটিটি এখন অপর সেমিফাইনালের বিজয়ীর অপেক্ষায় আছেন। সানিয়া-হিঙ্গিস হলেন বর্তমানে টেনিসের বিশ্ব র্যাংকিংয়ে এক নম্বর জুটি।
জয়ের পর সানিয়া বলেন, ‘আমরা হেরেছি অনেকদিন হলো। তবে নতুন একটা মৌসুম শুরু করা কখনোই সহজ নয়। বিশেষ করে আপনি যখন এরকম একটা অসাধারণ মৌসুম থেকে আসছেন। সবাই আমাদের বধ করতে মুখিয়ে আছে। আমরা অবশ্য একবারে কেবল একটি ম্যাচের কথাই ভাবছি, ইতিবাচক থাকছি ও আগের অবস্থান থেকেই শুরু করছি।
(টাইমসঅবইন্ডিয়া।)