৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
সিরীয় যুদ্ধের কারণে শরণার্থী হয়ে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে এক স্বামী তার নিজের স্ত্রীকে অন্যের হাতে তুলে দিতে দ্বিধা করলেন না। দিনের পর দিন তার ওপর চলে যৌন নির্যাতন। এ চিত্র শুধু একজন সিরীয় নারীর নয়, এমন আরো অনেকে আছেন যারা লজ্জায় মুখ খুলতে পারছেন না কিংবা আর কোনো উপায় না পেয়ে বাধ্য হচ্ছেন তারা নিজেদের সঁপে দিতে।
সম্প্রতি ডেইলি মেইল এমনই এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, সিরিয়া থেকে ইউরোপে যাওয়ার মূল্য হিসেবে তার স্বামী চার সন্তানের জননীকে তুলে দেন পাচারকারীদের হাতে। পাচারকারীদের শর্ত এটি করে দিতে পারলে তাদের মিলবে ইউরোপে যাওয়ার ছাড়পত্র। ওই নারী জানান, সন্তানের মুখের দিকে তাকিয়ে বাধ্য হয়েছেন তিনি এ কাজ করতে। তাছাড়া তাদের পেছন ফেরারও কোনো পথ ছিল না। এখন তিনি বার্লিনে একটি আশ্রয় শিবিরে রয়েছেন।
(সূত্র-ইত্তেফাক।)