ওবাইদুল ইসলাম গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের বার্ষিক শিক্ষা সফর হিসাবে ৫ দিনের সফরের সমাপ্ত ঘটিয়ে আজ ভোরে আল্লাহ রহমতে যথারীতি গাজীপুরে ফিরে আসতে সক্ষম হয়েছে। গত ১০ জানুয়ারি গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম,এ কাশেমের নেত্বতে একদল কলম সৈনিক নিয়ে গাজীপুর হয়ে কক্সবাজারের উদ্দেশ্য যাত্রা করেছিলেন গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক মহল ।
বার্ষিক শিক্ষা সফর হিসাবে কক্সবাজার,হিমছড়ি,ইনানি,দুলাহাজারা বঙ্গবন্ধু সাফারিপার্ক, মহেশখালি,সোনাদিয়া,বান্দারবান নিলাচলের উদেশ্য । সেই উঞ্চ পর্বতের প্রকৃতির আবহমানদৃশ্য মেঘালয়ের জুলন্ত সেতুর অপরূপ আকর্ষণীয় দৃশ্যের সুন্দর প্রকৃতি উপভোগ করে পাহার ডিঙ্গিয়ে সমতলে ফিরে আসেন চিরচেনা সেই জৈব বিচিত্রের পরিবর্তনশীল শিল্প নগরী গাজীপুরে। গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের প্রথম সফরের আনন্দগন মুহূর্ত কেটেছে তাহা সত্যি অভাবনীয় । সোনাদিয়া যাওয়ার জন্য মহেশখালী তে আমরা যখন অবস্থান করি তখনি চারদিকে সাগর বেষ্টনী সোনাদিয়া যাওয়ার জন্য উদগ্রীব ছিলাম ।কিন্তু সেই সোনাদিয়ার দৃশ্য দেখার জন্য মহেশখালি সোনাদিয়া সংযোগের সেতুতে আমরা যখন যায় তখনি সকলের দৃষ্টি কাড়ে প্রকৃতির একটা দৃশ্য ।
যেই দৃশ্যের চোখ রাখতে যাই দেখতে পাই যে দিকে তাকায় সে দিকে দেখা যায় সুন্দরের অপরূপ দৃশ্য। ভাটার সময় সাগরের পানি কমে যাওয়ায় দেখা মিলে হাজার প্রজাতির নানা রকম গঙ্ঘা কবুতর, কাঁকড়া শামুক সহ নানা প্রজাতির জলজ প্রানির আকর্ষণীয় ছবি । মুগ্ধ ও বিমোহিত হয়ে সেদিন দেখতে পেলাম সাগরের আসলরুপ ।পরে মহেশখালী ও সোনাদিয়ার যাত্রা শেষ করে সবাই চলে গেলাম পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সজারে টানা ২ দিন কক্সবাজার লোনা জলে সাঁতার কেটে সবার ইচ্ছাপুরন করেন এবং সন্ধায় সূর্য্য অস্তে যাওয়ার দৃশ্য সবাই এই দৃশ্যে দেখে মহা খুশি ।
পরের দিন কক্সবাজারের কে বিদায় জানিয়ে চলে গেলাম বান্দারবানের নিলাচল পাহাড়ে । সকালে সবাই যখন নিলাচল দেখতে গেলাম সবাই আনন্দগন মুহূর্তে দাড়িয়ে দেখতে পেলাম বান্দারবানের অপরূপ দর্শনীয় স্থান যা সকলকে মুগ্ধ করে আবব্ধ করে রাখতে চেয়েছিল বান্দরবান কে । কেহ চাইনা ফিরতে সেই বিধাতার গড়া অপরূপ দৃশ্যের মধ্যে দিয়ে গড়া শহর বান্দারবান থেকে কিন্তু নিয়তির নির্মম পরিহাস অবশেষে ভরাক্রান্ত অভিমান নিয়ে ফিরতে হল বান্দারবান থেকে । অবশেষে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের বার্ষিক শিক্ষা সফর কে সমাপ্তি করে কর্মস্থলে তড়িগড়ি করে চলে আসলাম কিন্তু ইচ্চা থাকা সত্তেও সফর কে বিদায় জানাতে হল আমাদের । পরিশেষে মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই নিরাপদে সুস্থ ভাবে ফিরে আসায় আল্লাহ পাকের কাছে শুকুরিয়া জানাই । এবং সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের পিকনিক কমিটির সদস্য রতন হোসান,ওবাইদুল ইসলাম ও হুমায়ুন কবির ও সকল সহযোগিতাকারি সকল শুভাকাঙ্গীদের ।