৫২ বিনোদন ডেস্ক।।
অভিনেতা নাঈমের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ।
গত বৃহস্পতিবার পারিবারিক আয়োজনে বিয়ে হয়েছে তাদের। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে তাদের বিবাহত্তোর সংবর্ধনা হয়। এ সময় নাঈম ও নাদিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন জীবনের জন্য দুজনই সবার কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, ২০০৮ সালে অভিনেতা মনির খান শিমুলের সঙ্গে নাদিয়ার প্রথম বিয়ে হয়। ২০১৫ সালের এপ্রিলে তারা বিচ্ছেদে চলে যান। নাদিয়ার এটি দ্বিতীয় বিয়ে হলেও নাঈমের প্রথম বিয়ে।