৫২ অর্থনীতি ডেস্ক।।
ব্যাংক ঋণের উচ্চ সুদহার প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয় জন্ডিসে ভুগছে। তিনি প্রশ্ন রেখে বলেন, পৃথিবীতে এমন কোনো দেশ কি আছে যেখানে ব্যবসায়ীরা ব্যবসায় পুঁজি বিনিয়োগের জন্য ব্যাংক থেকে ১৫-১৮ শতাংশ হারে সুদ দিয়ে ঋণ নেন একমাত্র বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে এই অরাজক পরিস্থিতি বিরাজ করছে। দেশের ব্যবসায়ীরা উচ্চহারে সুদ দিয়ে ব্যবসা করতে বাধ্য হন। ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বাড়ানোর জন্য সরকারের চিন্তা রয়েছে বলে ব্যবসায়ীদের আশ্বস্থ করেন মন্ত্রী। গতকাল শনিবার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত স্থানীয় ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সৈয়দ আশরাফ বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখলেও কিছু সংবাদ মাধ্যম ব্যবসায়ীদের নেতিবাচক দিক নিয়ে সংবাদ প্রকাশে উৎসাহী হয়ে ওঠে। অথচ ওয়ান-ইলেভেনের সময় অনেক দেশপ্রেমী ব্যবসায়ী গণতন্ত্র পুনরুদ্ধারে গোপনে রাজনীতিকদের অর্থ সহায়তা দিয়েছেন।
জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বাদল রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্থগীর গাজী বীরপ্রতীক এমপি। উপস্থিত ছিলেন বিসিবির চেয়ারম্যান নাজমুল হাসান পাপন এমপি, রেজওয়ান আহমেদ তৌফিক এমপি, ব্যবসায়ী শেখ ফরিদ আহম্মদ, মো. এরশাদউল্লাহ্সহ জেলার ২০টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
বিকেলে জেলা শিল্পপ্পকলা একাডেমিতে জেলা ও উপজেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, সদ্যসমাপ্ত পৌর নির্বাচনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল বলেই বিপুল ভোটে নৌকা জয়লাভ করেছে। তিনি বলেন, চলমান উন্নয়নের গতি অক্ষুণ্ন রাখার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘজীবন লাভ করা প্রয়োজন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহানের সভাপতিত্বে কর্মিসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক জিল্লুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ আফজল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী, সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, নবনির্বাচিত মেয়র মাহমুদ পারভেজ প্রমুখ।