৫২ রাজনীতি ডেস্ক।।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মরদেহ মঙ্গলবার দেশে আনা হচ্ছে। তার মরদেহ বাংলাদেশে আনার জন্য মঙ্গলবার সকালের ফ্লাইটে টিকেট কাটা হয়েছে বলে বিবিসি বাংলার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকোর প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রোববার দুপুরে মালয়েশিয়ার জাতীয় মসজিদ কুয়ালালামপুরের মসজিদে নাগারায় তার নামাজে জানাজা সম্পন্ন হয়। জানাজায় বহু মানুষ অংশ নেয়। জানাজার পর মি. রহমানের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছেবলে বিবিসিকে জানিয়েছেন বিএনপির মালয়েশিয়া শাখার সভাপতি মোহাম্মদ শহিদুল্লাহ।
কোকোর মামা শামীম এস্কান্দার মরদেহ আনার জন্য মালয়েশিয়ার পথে রয়েছেন বলে ঢাকায় খালেদা জিয়ার প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন। তিনি জানান, কোকোর দাফনের ব্যাপারে এখনো চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। আজ আরও পরের দিকে পরিবারের সদস্য ও বিএনপির সিনিয়র নেতারা বৈঠক করে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে তিনি জানান।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান ২০০৮ সাল থেকে সপরিবারে মালয়েশিয়ায় বসবাস করছিলেন। মালয়েশিয়ায় অবস্থানরত আরাফাত রহমান শনিবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।