ইয়ামিন হোসেন, ভোলা প্রতিনিধি।।
ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালুপুর গ্রামের দিনমজুর আবু তাহের এর মেয়ে মুক্তা বেগম এর সাথে প্রতিবেশী জুয়েল এর সাথে প্রেমের সম্পর্ক হয়।
এরই সুবাধে ইলিশা ইউনিয়ন পরিষদে পারিবারিক আদালতে একটি দরখাস্ত হয়। ঐ দরখাস্তকে সূত্র করে জুয়েল এর পিতা জাহের, বড় ভাই রুবেল সহ ১৪/১৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র, সস্ত্র নিয়ে আবু তাহের এর বাড়িতে হামলা করে। এতে আবু তাহের ও মেয়ে মুক্তা সহ চার জনকে পিটিয়ে আহত করে। এই সময় জুয়েল এর বাবা জাহের মিয়াও আহত হন। আহতদের অবস্থা গুরুত্বর দেখে ভোলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে আবু তাহের ও কহিনুর বেগম, জাহানারা বেগম সদর হাসপাতালে বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লরছে।
এই ব্যাপারে আহত আবু তাহের এর ছোট মোঃ কামাল হোসেন বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় ৭ জনকে আসামী করে একটি মামলা করেন। মামলা নং- ১৬/১৭। এই ব্যপারে ভোলা সদর মডেল থানা ওসি খায়রুল কবির মামলার ব্যাপারে নিশ্চিত করেছেন। ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান সাহাজান বেপারীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি ভোলার বাহিরে আছি, তবে উক্ত ঘটনাটি দুঃখ জনক, আমি এলাকায় এসে ফয়সালা করার চেষ্টা করব।
।