এম,এ,কাশেম।।
গাজীপুর সদর উপজেলার ভবানিপুরে এক অজ্ঞাত (২৭) যুবকরে লাশ উদ্ধার করছে পুলশি ।আজ সকাল সাড়ে ৭ টায় পথচারীরা যুবকের লাশ দেখতে পান পরে পুলিশকে খবর দেন ।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তরে জন্য শহীদ তাজ উদ্দনি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচাজ এস,আই নাজমুল হক জানান প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ,কে বা কারা শ্বাসরুদ করে হত্যার পরে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখেন এবং বিস্তারিত ময়না তদন্তরে পরে জানা যাবে বলে জানান তিনি।এলাকাবাসি ও প্রত্যক্ষর্দশীরা জানান এর আগে কখনো এই যুবককে এই এলাকাই দেখিনি রাতের আধারে কোন এক সময় যুবককে হত্যার পরে আত্নহত্যা বলে চালিয়ে দিতে গাছরে সাথে লুঙ্গি দিয়ে ঝুলিয়ে রাখেন ।এই ব্যপারে এস,আই নাজমুল হক আর ও জানান প্রাথমকিভাবে অপমৃত্য মামলা করা হয়। ময়না তদন্তরে রিপোটের পরে বলা যাবে হত্যা না আত্নহত্যা পরে সে ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ।