৫২ মফস্বল ডেস্ক।।
ময়মনসিংহে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হচ্ছে দৈনিক জাহানের ব্যবস্থাপনা সম্পাদক মেহেদী হাসান নাদিম ও তার সহযোগী রাসেল।
ডিবি ওসি ইমারত হোসেন গাজী জানান, রবিবার ভোরে শহরের মাসকান্দা বিসিক এলাকায় মেহেদী হাসান নাদিম-এর বাসায় এবং দৈনিক জাহানের অফিসে অভিযান চালিয়ে ২টি বিদেশি পিস্তল, ১৫ রাউন্ড গুলি, ৩টি চাইনিজ রাইফেলের বাট, একাধিক দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জামসহ তাদের আটক করা হয়।
প্রেস ব্রিফিং-এ সদর সার্কেল এএসপি আব্দুর রশিদ জানান, ময়মনসিংহের পুলিশ সুপার মঈনুল হকের নির্দেশে ডিবি পুলিশের ওসি ইমারত হোসেন গাজীর নেতৃত্বে একদল পুলিশ শহরের বিসিক এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে।
দৈনিক জাহান সম্পাদক অধ্যাপক রেবেকা ইয়াসমীন জানান, মেহেদী হাসান নাদিম আমার একমাত্র ছেলে। সে দৈনিক জাহানের ব্যবস্থাপনা সম্পাদক। আমার ছেলে এ ঘটনার সঙ্গে যুক্ত নয়। সে ষড়যন্ত্রের শিকার। আমাদের সম্মানহানির জন্য একটি চক্র এ ষড়যন্ত্র করেছে। আমি ন্যায়বিচার চাই।
(সূত্র-ইত্তেফাক।)