৫২ বিনোদন ডেস্ক।।
চলচ্চিত্রের এক সময়ের অত্যন্ত ব্যস্ততম অভিনেতা ও অভিনেত্রী রিয়াজ ও মৌসুমী। একসাথে জুটি বেঁধে অনেক চলচ্চিত্রে কাজ করেছেন দু’জন। উপহার দিয়েছেন ব্যবসাসফল অসংখ্য সামাজিক চলচ্চিত্র। এবার ছোটপর্দার জন্য একটি টেলিছবিতে একসাথে কাজ করছেন তারা। গত ১৮ জানুয়ারি থেকে উত্তরার বিভিন্ন লোকেশনে মেঘের আড়ালে নামের এই টেলিছবিটির শুটিং শুরু হয়েছে। এ বিষয়ে রিয়াজ বলেন, ‘বেশ ক’বছর ধরে চলচ্চিত্রের কাজটা কমিয়ে দিয়েছি। এরপর আবার কিছুদিন আগে অসুস্থ হই। যে কারণে কাজ একেবারে বন্ধ করে দিতে হয়েছিল। এখন শারীরিক অবস্থা কিছুটা ভালো, তাই টেলিছবিটিতে কাজ করতে রাজি হয়েছি। তাছাড়া ভক্ত-দর্শকদের প্রতিও তো একটা দায়বদ্ধতা রয়েছে। আমি তাদের সাথে যুক্ত থাকতে চাই। এছাড়া অনেকদিন পর সহশিল্পী হিসেবে মৌসুমীকে পেয়েছি। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে।’ জেডিস মিন্টুর পরিচালনায় নির্মিত এ টেলিছবিটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে।