৫২ খেলাধুলা ডেস্ক।।
নবযুগ শ্রেষ্ঠার হ্যাটট্রিকে নেপাল গতকাল মঙ্গলবার মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে বাহরাইনের মুখোমুখি হলো। আগামী শুক্রবার ফাইনালটি অনুষ্ঠিত হবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার দ্বিতীয় ও শেষ সেমিফাইনালে ৩১ ও ৬২তম মিনিটে এবং দ্বিতীয়ার্ধের যোগ হওয়া সময়ে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। দ্বিতীয়ার্ধের শুরুতে নেপালের অপর গোলটি করেন মিডফিল্ডার অঞ্জন বিস্তার।
মালদ্বীপের সান্ত্বনার গোলটি করেন ৭৭ মিনিটে নাশিদ।