৫২ রাজনীতি ডেস্ক।।
বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুতে আওয়ামী লীগ গভীরভাবে শোকাহত। কোকোর মাগফেরাত কামনা করে দলটি আশা প্রকাশ করেছে, বিএনপি তাদের সব কর্মসূচি প্রত্যাহার করবে।
রোববার দুপুরে ধানমন্ডিতে আ’লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্য সম্পাদক ডা. বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সাত্তার, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিম কুমার উকিল, সদস্য এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, এ কে এম এনামুল হক শামীম প্রমূখ উপস্থিত ছিলেন।
হাছান মাহমুদ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং বেগম জিয়া ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাচ্ছি।বেগম জিয়া ও তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারেন।
বিএনপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, আশা করি তাদের শুভবুদ্ধির উদয় হবে। কোকোর আত্মার শান্তি কামনা করে তারা পেট্রলবোমা-সন্ত্রাসী কর্মসূচি প্রত্যাহার করবে।