৫২ রাজনীতি ডেস্ক।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের জন্য মনোনয়ন পদ্ধতি চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গতকাল বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন পদ্ধতি চূড়ান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মার্চের শেষদিকে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের জন্য জেলা, উপজেলা এবং সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক প্রার্থীর নাম সুপারিশ করে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে পেশ করবে। এরপর স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড প্রার্থী চূড়ান্ত করবে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বৈঠক শেষে বলেন, ইউনিয়ন পরিষদে প্রার্থী যাচাই প্রক্রিয়া নিয়ে আজকের বৈঠকে আলোচনা হয়েছে। বিগত পৌরসভা নির্বাচনের মতোই তৃণমূলের মতামতের ভিত্তিতে আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই হবে। তিনি বলেন, জেলা, উপজেলা ও সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এই ছয়জন মিলে একজন প্রার্থীর নাম মনোনয়ন বোর্ডে পাঠাবেন। মনোনয়ন বোর্ড যাচাই বাছাই করে সেই প্রার্থীর নাম চূড়ান্ত করবে।
এদিকে গতকাল গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভায় চাঁদপুর জেলার শাহরাস্তি ও ভোলা জেলার চরফ্যাশন পৌরসভায় নির্বাচনের জন্য দলীয় প্রার্থী বাছাই করা হয়েছে। শাহরাস্তি পৌরসভায় হাজী আবদুল লতিফ এবং চরফ্যাশন পৌরসভায় বাদল কৃষ্ণ দেবনাথ প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ।