৫২ মফস্বল ডেস্ক।।
নরসিংদীর রায়পুরায় হঠাৎ বিস্তীর্ণ এলাকার ফসলি জমি মেঘনা নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের মেঘনার পাড়ে এ ঘটনা ঘটে। ভাঙনের ফলে ঝুঁকিতে পড়েছে ওই গ্রামের দুটি শিক্ষা প্রতিষ্ঠান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শ্রীনগর ইউনিয়নের গোপীনাথপুরের পাশ নিয়ে প্রবাহিত মেঘনা নদীর পাড়ে দিন-দুপুরে চোখের পলকে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি মেঘনার গর্ভে বিলীন হয়ে যায়। এ সময় নদীর পাড়ে থাকা মানুষ আতঙ্কে দিগ্বিদিক ছুটাছুটি করতে থাকে। এ খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে নদীর পাড়ে গোপীনাথপুর গ্রামসহ আশ-পাশের গ্রাম থেকে শত শত নারী-পুরুষ ও শিশু নদী তীরে ভিড় জমায়।
শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল জানান, নদীর পাড়টি একেবারে সমতল ছিল। আজ হঠাৎ করে দুপুরের দিকে বোরো, আলু, বাদাম, মরিচসহ বিভিন্ন ফসলের জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।