অলিদুর রহমান অলি, টঙ্গী থেকে।।
গাজীপুরের টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার বলেছেন, টঙ্গীর মাদক ব্যবসায়ী ও অপরাধীদের সাথে কোন আপোষ নেই। মাদক নিয়ন্ত্রণে শুধু পুলিশই নয়, স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদেরও সহযোগিতা করতে হবে।
সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য সাংবাদিকদেরও ভূমিকা রাখতে হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে টঙ্গী থানা প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।টঙ্গী থানা প্রেস ক্লাবের সভাপতি এম এম হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোহাম্মদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, কার্যনিবার্হী সদস্য হাজী এস এম মনির উদ্দিন প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকত, দেওয়ান রফিকুল ইসলাম মাখন, শেখ অলিদুর রহমান অলি, এমএসআই জুয়েল পাঠান, অমল ঘোষ, মো. লিটন, গাজী রোকন। ওসি আরও বলেন, পুলিশ ও সাংবাদিকদের মাঝে পেশাদারিত্বের দায়িত্ব রয়েছে। সমাজে কোন অসঙ্গতি পরিলক্ষিত হলে পুলিশ প্রশাসনিক দায়িত্ব পালন করবে এবং সাংবাদিকগণ লেখনির মাধ্যমে সংশোধন করতে হবে।