গাজীপুর প্রতিনিধি।।
গাজীপুরের পুবাইলে একটি কারখানায় বয়লার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছেন।
সিটি করপোরেশন এলাকায় ওই কারখানায় শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে বয়লার বিস্ফোরণ ঘটে বলে গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আখতারুজ্জামান লিটন জানিয়েছেন।দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করলে জানানো হয়, এই অগ্নিকাণ্ডে পাঁচজন নিহত হয়েছেন।গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর রশীদ বলেন, “ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়।”ওই কারখানায় পুরনো টায়ার থেকে তার বের করা হয় বলে জানিয়েছেন দমকলকর্মীরা।