নুরুল আমিন ভোলা প্রতিনিধি ।।
ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় ১২ কেজি হরিণের মাংস সহ ১ জনকে আটক করা হয়েছে। ২৩ জানুয়ারী রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে হাজীর হাট ইউনিয়নের চরজংলার খাল সংলগ্ন চরমজুমদার কেওড়া বনের ভিতর থেকে অলিউদ্দিন (৩৫)কে আটক করেছে বন প্রহরীরা।
পরে জব্দকৃত হরিণের মাংস সহ বন্য প্রানী সংরক্ষন আইনে মনপুরা চীফ জুড্যিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ১জনকে আসামী করে মামলা দায়ের করে বন বিভাগ।বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে , হাজির হাট বিট কর্মকর্তা মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে বন প্রহরীরা গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে চর মজুমদার কেওড়া বাগান ভিতর থেকে ১০/১২জনের সংঘবদ্ধ চক্রের কাছ থেকে প্লাস্টিকের বস্তার ভিতরে প্রায় ১২ কেজি হরিণের মাংস সহ ১জনকে আটক করে । টের পেয়ে সংঘবদ্ধ চক্রে থাকা অন্য লোকজন দৌড়ে পালিয়ে যায়।
এই চক্রটি প্রায়ই কেওড়া বাগানের ভিতর থেকে হরিণ নিধন করে মাংশ বিক্রি করে বলে স্থানীয়দের অভিযোগ।
জব্দকৃত হরিণের মাংস সহ বন্য প্রানী সংরক্ষন আইনে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কোর্টে অলিউদ্দিনকে আসামী করে মামলা দায়ের করলে বিজ্ঞ সিনিয়র চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জামিন না মঞ্জুর করে ভোলা জেল হাজতে প্রেরন এবং জব্দকৃত হরিণের মাংস রোদ্রে শুকিয়ে বনবিভাগকে সংরক্ষন করার নির্দেশ দেন। আটক অলিউদ্দিন জানান, তার সাথে ১০/১২জন ছিল। সবাই দৌড়ে পালিয়ে গেছে।এ ব্যাপারে মনপুরা রেঞ্জ বন কর্মকর্তা সুকুমার চন্দ্র শীল বলেন, আটক অলিউদ্দিনের স্বীকারোক্তিমূলক বক্তব্যে ১০/১২জনের নাম পাওয়া গেছে। আমরা সরেজমিনে তদন্তপূর্বক প্রকৃত আসামীদের সনাক্ত করে আদালতে চার্জশীট দাখিল করব। এখন তদন্ত চলছে বলে তিনি জানান।