ইয়ামিন হোসেন, ভোলা সংবাদদাতা।।
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের কালুপুর গ্রামের দিনমজুর আবু তাহের এর মেয়ে মুক্তা বেগম এর সাথে প্রতিবেশী জুয়েলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এক পর্যায়ে তাদের মধ্যে স্বামী স্ত্রীর ন্যায় মেলামেশা হয়। বিষয়টি জানজানি হলে স্থানীয় ভাবে একটি শালীশি বৈঠক হয়। ঐ বৈঠকে জুয়েলর বাবা প্রভাবশালী বলে কোন সুরাহ হয়নি মুক্তার বাবা আবু তাহের এর পরেই মানবাধীকারের সরনাপ্ত হন। সেখানে একটি দরখাস্ত করলে তারা বিষয়টি ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রে তদন্ত করার জন্য গেলে দায়িত্ব প্রাপ্ত এ.এস.আই কবির হোসেন উভয় পক্ষকে ডেকে ফয়সালা করার চেষ্টা করলে জুয়েলের পিতা বিষয়টি থেকে এড়িয়ে যান।
এর পরেই অসহায় মুক্তার বাবার পাশে গিয়ে দাড়ান স্থানীয় সংবাদ কর্মী বৃন্দ ও ইলিশা ইউনিয়নের সেচ্চসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামসহ কিছু সমাজসেবক। তারা বিষয়টি ইলিশা ইউনিয়ন পরিষদে একটি দরখাস্ত করলে জুয়েলের বাবা ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে মুক্তার বাবার বাড়িতে হামলা করে ৪ জনকে আহত করে। পরে বিষয়টি থানা পুলিশ পর্যন্ত ঘরিয়ে যায়। সর্বশেষ উভয় পক্ষের অভিভাবক হয়ে স্থানীয় মেম্বার সিরাজ ফরাজী মোশারেফ হাওলাদার, নিরব বুলাই, ছগির মাঝি, কামাল হোসেন উপস্থিত থেকে গত ২৪/০১/২০১৬ ইং তারিখ বিকাল ৩.০০ ঘটিকার সময় বিবাহ কাজ সম্পাদন করেন। ঐ মুক্তা ও জুয়েলের বিবাহ হওয়ায় জংশন বাজারে আনন্দ মিছিলের মধ্য দিয়ে মিষ্টি বিতরণ করা হয়।