৫২ জাতীয় ডেস্ক।।
পুলিশ প্রশাসনে আরো ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শনে এসে তিনি এ নির্দেশ দেন।
সচিবলায়ে বিভিন্ন মন্ত্রণালয় নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ে অফিস করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অপর্যাপ্ত। এ কারণে দ্রুত ৫০ হাজার পুলিশ নিয়োগের কাজ শেষ করতে হবে।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, টেবিলে ফাইল পড়ে থাকা দীর্ঘদিনের নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এটা এখন আর চলবে না। তাই দ্রুত ফাইল পার করতে হবে।
দেশে যে সব পরিত্যক্ত জমি আছে সেসব জমিতে সরকারি কর্মকর্তাদের আবাসন গড়ে তোলা হবে বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি জানান, ঢাকাকে ভেঙে আরেকটি বিভাগ করার পরিকল্পনা রয়েছে সরকারের। এক্ষেত্রে ময়মনসিংহকে বিভাগ করার কথা বিবেচনায় রয়েছে।