৫২ বিনোদন ডেস্ক।।
এ এক অবিশ্বাস্য ঘটনা। বলিউডের ছবির দৃশ্যায়নের ক্ষেত্রে এ ধরনের চিত্র আর দেখা যায়নি। এক চুমুদৃশ্যের জন্য ৩৩ বার ঠোঁটবন্দি হতে হয়েছে নায়ক-নায়িকাকে।
মুক্তি প্রতিক্ষীত ছবি ‘ইশক ফরএভার’-এর কথাই বলা হচ্ছে। এতে কৃষ্ণ চতুর্ভেদি ও রুহি সিংয়ের বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে। আর সেটা ধারণ করতে গিয়ে ৩৩ বার নায়ক নায়িকা একে অপরকে চুমু খেতে হয়েছে। শুটিং সেটে নির্মাতা সামির সিপ্পি প্রথম কয়েকবার চুমুদৃশ্য ধারণ করেছেন। কিন্তু কৃষ্ণ কিংবা রুহি কেউই সে দৃশ্যটি ফুটিয়ে তুলতে পারছিলেন না। এরপর আরও কয়েকবার চুমু খেতে বললেন সিপ্পি। কিন্তু মনের মতো ফুটেজ পাচ্ছিলেন না বলে এভাবে এক এক করে ৩২ বার পর্যন্ত ঠোঁটবন্দি হয়েছেন কৃষ্ণ ও রুহি। শেষতক ৩৩ নম্বরে গিয়ে নির্মাতার মনের মতো ফুটেজ পেয়েছেন। কিন্তু এ দৃশ্যে কাজ করতে গিয়ে বেশ অস্বস্তিবোধও করেছেন বলে টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন রুহি। আগামী ২৯শে জানুয়ারি মুক্তি পাচ্ছে বলিউডের এ নতুন দুই মুখের ছবি ‘ইশক ফরএভার’। এতে আরও অভিনয় করেছেন লিসা রয়, জাবেদ জাফরী প্রমুখ।