৫২ আন্তর্জাতিক ডেস্ক।।
ভারতীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফরাসি সেনাবাহিনীর একটি গ্রুপ গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিয়েছে।
৫৬ সদস্য বিশিষ্ট ফরাসি সেনাদলটি সপ্তম সাঁজোয়া ব্রিগেডের ৩৫তম পদাতিক বাহিনীর অংশ হয়ে কুচকাওয়াজ করে। তারা কুচকাওয়াজের জন্য এক সপ্তাহেরও বেশি সময় ধরে মহড়া চালাচ্ছিল।
ফরাসি সেনাদলটি প্রাথমিকভাবে রাজস্থানে ভারতীয় বাহিনীর সঙ্গে ‘শক্তি ২০১৬’ নামে সন্ত্রাস ও বিদ্রোহ বিরোধী একটি যৌথ মহড়ায় অংশ নেয়ার জন্য ভারতে অবস্থান করছিল। এই মহড়াটি প্রতিরক্ষাসহ বেশ কিছু সংখ্যক ক্ষেত্রে ভারত-ফ্রান্স সহযোগিতার একটি অংশ। এবারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারত সফররত ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওঁলাদ শুধু উপস্থিতই ছিলেন না, তিনি ছিলেন ওই অনুষ্ঠানের প্রধান অতিথিও।