৫২ জাতীয় ডেস্ক।।
নির্লোভ, নির্মোহ ও একজন সৎ সাংবাদিক নেতা ছিলেন আলতাফ মাহমুদ। তিনি ছিলেন সাংবাদিকদের অধিকার আদায় আন্দোলনের অগ্রসৈনিক। যেখানেই সাংবাদিক সমাজ বিপদগ্রস্থ হয়েছে তিনি সেখানে নিজ উদ্যোগে ছুটে গেছেন।
সামনের কাতারে দাড়িয়ে দাবি আদায় করেছেন। তার শূন্যতা দেশের সাংবাদিক সমাজের অধিকার আদায়ের আন্দোলনে অপূরণীয় ক্ষতি। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোক সভায় গতকাল বুধবার বক্তারা এ কথা বলেন।চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল আলম, প্রেস ক্লাব সভাপতি কলিম সরওয়ার, সাবেক সিইউজে সভাপতি এম নাসিরুল হক ও মোস্তাক আহমদ, প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুল মনসুর, সিইউজের সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক ও বিএফইউজে নির্বাহী সদস্য আসিফ সিরাজ, সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, নাজিম উদ্দিন শ্যামল প্রমুখ। শোক সভার পূর্বে মিলাদ মাহফিল পরিচালনা করেন সৈয়দ মাওলানা বেলাল শাহ খান আল কাদেরী।