গাজীপুর প্রতিনিধি ।।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় আগুনে একটি বাসার ১৩ কক্ষ ও পার্শ্ববর্তী ১২টি দোকান পুড়ে গেছে।
বুধবার (২৭ জানুয়ারি) রাত৮টার দিকে শ্রীপুর উপজেলার গিলারচালা আশপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর জিহাদ জানান, রাত৮টার দিকে আশপাড়া এলাকার এমদাদ হোসেন মেম্বারের একটি বাড়িতে আগুন লাগে। আগুনে ওই বাড়ির টিনশেডের ১৩টি কক্ষ ও পাশে থাকা ১২টি টিনশেডের দোকানে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে ওই বাড়ির আসবাবপত্র এবং দোকানে থাকা মালামাল পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়।
বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর।