৫২ গাইবান্ধা প্রতিনিধি।।
গাইবান্ধার সাদুল্লাপুরে স্ত্রীর পরকীয়া প্রেমের কারণে স্বামী বিনয় চন্দ্র সাহাকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাতে ধাপেরহাট ইউনিয়নের সাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি আরো বলেন, ‘শংকরী রানী সাহার সঙ্গে দীর্ঘদিন থেকে প্রতিবেশী সুবল চন্দ্র সাহার পরকীয়া প্রেমের সম্পর্ক চলছিল। কিন্তু এতে বিনয় চন্দ্র সাহা বাধা হয়ে দাড়ায়। এ কারণে পূর্ব পরিকল্পনা মোতাবেক এ হত্যকাণ্ড ঘটানো হয়েছে। দরজা বাহির থেকে বন্ধ ও তার চিৎকার এটা তাদের পূর্ব পরিকল্পনা।ওসি বলেন, ‘লাশ বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সুবল চন্দ্র সাহা পলাতক থাকায় তার ছেলেকে জিজ্ঞাসা বাদের জন্য আটক করা হয়েছে।