নূরুল আমিন ভোলা প্রতিনিধি।।
নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ভোলার চরফ্যাশন পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৯ জানুয়ারির(শুক্রবার) মধ্যে চরফ্যাশন পৌরসভার ২টি ওয়ার্ডের ২জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
নির্বাচন কমিশন অফিস সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা ও চরফ্যাশন পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার হেলাল উদ্দিন খান জানান,মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ ২৯ জানুয়ারি চরফ্যাশন পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী দিবাকর চন্দ্র হাওলাদার বিকাল সাড়ে ৩টায় স্বশরীরে চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নেন। তিনি পৌর ৩নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ছিলেন।এ ছাড়া গত ২৮জানুয়ারি পৌর ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবুল খায়ের বিকাল ৪টায় চরফ্যাশন উপজেলা নির্বাচন অফিসে স্বশরীরে গিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।